কুষ্টিয়ার দৌলতপুরে সাইদুল (৪০) নামে দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাগহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, জিআর-২২৪/০৬ এর মামলার দু’বছরের সাজাসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের পলাতক আসামী সাইদুল কাগহাটি এলাকায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে এএসআই আবু বক্করের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে একই গ্রামের মুনসুর আলীর ছেলে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।