কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া ১ নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, এ্যাড আ ক ম সরোয়ার জাহান বাদশা, সাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ এ্যাডঃ শরীফ উদ্দির রিমন। আরও উপস্থিত ছিলেন উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল নেতা কর্মি।
উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন সভাপতি দৌলতপুর উপজেলা যুবলীগ বুলবুল আহমেদ টোকন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, বিএনপি সরকারে আমলে দেশে কোন উন্নয়ন হয়নি হয়েছে শুধু দূর্নিতী।আওয়ামীলীগ সরকার দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে নিয়ে গেছে আবার নির্বাচিত হলে দেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যাবে।
উক্ত সভায় তিনি উপজেলা যুবলীগের কমিটির ঘোষনা দেন।