কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাসপাতাল এলাকায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হামিদুল (২০) নামের এক যুবকের দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে , সোমবার বেলা ১২ টার দিকে দৌলতপুুর উপজেলাধীন হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় উত্ত্যক্ত করার অপরাধে হামিদুল নামের ঐ যুবককে দন্ডবিধির ৫০৯ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। হামিদুল উপজেলার তারাগুনিয়া গ্রামের জাকিরুল জোয়াদ্দারের ছেলে।