কুষ্টিয়ার দৌলতপুরে চিকিৎসার অভাবে সুশান্ত কুমার দাস (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। এক সপ্তাহ পূর্বে বিষপান করলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে সে মারা যায়।
স্থানীয়রা জানায়, সুদীপ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। অর্থাভাবে সে চিকিৎসার খরচ যোগাতে না পেরে এবং শরীরের জ্বালা যন্ত্রনা সইতে না পেরে ২৯ জুন শুক্রবার বিষপান করে। বাড়ির লোকজন তা জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে নেয়। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সে মারা যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করে। নিহত সুশান্ত গোপালপুর গ্রামের মৃত মৃত সুনীল চনদ্র দাসের ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।