কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুনের ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বাবা।
এদিকে পুলিশের হাতে আটক ঘাতক ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া কাচারীপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে জুয়েলের হাতে মা বানেরা খাতুন নির্মমভাবে খুন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আজিজুল হকের মাদক সেবী ছেলে জুয়েল (২৫) তার মা বানেরা খাতুনের কাছে মাদক সেবন নেশা করার জন্য টাকা চাই। দরিদ্র মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ছেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মাটি কাটা কোদাল ও ধারাল হাসুয়া দিয়ে তার মা বানেরা খাতুন (৪৫) কে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে তৎক্ষনাত স্থানীয় পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল মান্নান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলে জুয়েলকে আটক করে। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, মাদকাসক্ত ছেলে জুয়েলের সাথে তার মা’র কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জুয়েল তার মা বানেরা খাতুনকে কোদাল ও ধারাল হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছেলের বাবা আজিজুল হক গতকাল সোমবার জুয়েলের নামে হত্যা মামলা দায়ের করেছে। যার নং-৫২। এদিকে আটক জুয়েলকে আদালতে সোপর্দ করা হয়েছে।