কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় দেড়কেজি গাঁজা।
মঙ্গলবার উপজেলার শশীধরপুর ও সাদীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়ন হোসেন (২১) ও শ্যামলী খাতুন (৩৫) নামে দু’মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে এস আই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শশীধরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন হোসেনকে ১ কেজি গাঁজাসহ আটক করে। সে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালপাড়া এলাকার আসাদ আলীর ছেলে।
অপরদিকে এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সাদীপুর এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী খাতুনকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক শ্যামলী খাতুন একই এলাকার কামাল মালিথার স্ত্রী।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে পৃথক মামলা হলে গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।