কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হোসেনাবাদ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারিনা খাতুন ওরফে কাজলী (২২) এবং সাথী খাতুনকে (২৯) ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
এরা দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ন কলোনী পাড়ার আক্তারুজ্জামান জনি এবং সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার পাথরপাড়া এলাকার মাসুদ রানার স্ত্রী।
দৌলতপুর থানা সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে এএসআই কবির হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হোসেনাবাদ মাদ্রাসাপাড়াস্থ হোসেনাবাদ-মথুরাপুর সড়কে অভিযান চালিয়ে কাজলী ও সাথীকে ১কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।