কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীরচরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পুড়িয়ে দিয়েছে বাথান বাড়ির ৮টি ঘর ও ২টি মোটরসাইকের। এসময় সন্ত্রাসীরা আতংক সৃষ্টির জন্য ৫-৬ রাউন্ড গুলিবর্ষন করেছে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি বলে জানাগেছে।
আগুনে কমপক্ষে ১০ লক্ষ টাকার সম্পদ পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাথানবাড়ির মালিকরা থানায় অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শক্রতার জের ধরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার ত্রাস সন্ত্রাসী মোস্তফা ওরফে ফেনসি মস্ত’র নেতৃত্বে ১৫-১৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী রবিবার রাতে বৈরাগীরচর নদীর ওপার চরের ভেতর রিপনের গরুর বাথান বাড়িতে হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা পর পর ৫-৬ রাউন্ড গুলিবর্ষন করে আতংক সৃষ্টি করে বাথান বাড়ির ৮টি ঘরে আগুন জ¦ালিয়ে দেয়। আগুনে রিপন, মিঠু, মোজাফফর, আব্দুর রাজ্জাক ও সক্কুলসহ ৫জনের বাথান বাড়ির সব ঘর এবং ঘরে থাকা ২টি মোটরসাইকেল, চাষকরা মটর, মসুর ও গমসহ কমপক্ষে ১০ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়।
এ ঘটনায় জাকাত দফাদার বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।