কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শান্তিনগর গ্রামের কামাল সর্দারের স্ত্রী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বিলকিছ ভানু (৩৫) কে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানান, মথুরাপুর শান্তিনগর গ্রামে হেরোইন ও ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্ততে অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম এর নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম, এ এস আই সাহেব আলী, নারী এ এস আই খাদিজা খাতুন সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে ধৃত বিলকিচ ভানু এর বাড়ীতে পৌছানোর মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিলকিচ কে আটক করে পুলিশ। এ সময় অারো দুই জন দৌড়েপালিয়ে যায়।
পুলিশ জানায় আটককৃত বিলকিছ ভানু দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ বিলকিচ ভানুকে আটক করা হয়েছে।তার নামে থানায় মাদকের মামলা হয়েছে এবং আটকৃত বিলকিস কে জেল হাজতে পাঠানো হয়েছে।