কুষ্টিয়ার দৌলতপুরে টুটুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুরে থানা পুলিশ। আটককৃত টুটুল উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবড় গাড়া গ্রামের কেরুমোল্লার ছেলে। পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে তার দেহ তল্লাশী করলে তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিচ ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে এলাকাবাসী জানান টুটুল প্রায় ৩ বছর যাবত মাদক ব্যবসা করে আসছে, বিভিন্ন কৌশলে যা লোক চক্ষুর আড়ালে ছিলো কিন্তু সাম্প্রতিক সময়ে তার দোকানে যখন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিকালে বড় বড় মটর সাইকেলে বড় লোকের ছেলেরা আসে, কিছু সময় পরে চলে যায় এবং বিভিন্ন মানুষের সামনে পড়ে তার মাদক ব্যবসার দৃশ্য। এলাকাবাসী দাবী করেন তার পরেও থেমে নেই তার ব্যবসা, ঠিক চালিয়ে যাচ্ছে ব্যবসা এলাকার প্রতিটা যুবকের হাতে হাতে টুটুল তুলে দিচ্ছে গাঁজা ও ইয়াবা, গোবড় গাড়া,মশাউড়া, দাঁড়ের পাড়া, দৌলতখালী প্রায় যুবক তার কাছে থেকে মাদক সেবন করে। সে খুব চালাক তাই ছোট ছোট ছেলেদের দিয়ে তার খুচরা মাল বিক্রী করে ।
এ বিষয়ে টুটুলের মাল বহন কারি লেবার জানান অসহায়তার সুযোগে সে আমাকে দিয়ে বিভিন্ন সময় গাঁজা পাঠিয়েছে কুষ্টিয়াতে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান পি পি এম জানান টুটুল লোক জনের চোখের অন্তরালে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছি। দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে যাহার নং ৩২, তারিখ ১৮.০৯.১৮।