কুষ্টিয়ার দৌলতপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন(৩৭) ও মজনু (৪২) নামে দুই মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই অাঃরাজ্জাক, এস আই সাইফুল ইসলাম, এ এস আই সাহেব অালী, এ এস আই অাশরাফুজ্জান, এ এস আই অাসমাউল সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার গঙ্গারামপুর এলাকা থেকে একটি প্যাকেটে থাকা ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে অাটক করে।
অাটককৃত মোহন দৌলতুপর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত গোলাম মস্তফার ছেলে ও মজনু বইরাগির চর দফাদার পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম সাংবাদিকদের জানান, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন ও মজনু নামে দুই মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয় এবং তাদের নামে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা হয়েছে।