নির্বাচন পরবর্তী সহিংসতা
কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে এক ইউপি সদস্যের বাড়িতে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে নগদ অর্থ লুট করেছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর জোয়ার্দ্দাপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটেছে। পিয়ারপুর ইউপি সদস্য মো. মাফিউল ইসলাম ওরফে মিঠু মেম্বরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার বাড়িতে সশস্ত্র হামলা চালায় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবার সূত্র জানিয়েছেন। তবে তিনি বাড়িতে না থাকার জন্য প্রাণে বেঁচে গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওইদিন গভীর রাতে ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপি সদস্য মাফিউল ইসলাম মিঠু মেম্বরের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেট ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পর পর ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় মিঠু মেম্বর বাড়িতে না থাকায় তার স্ত্রী ও সন্তানকে ভয়ভীতি এবং হত্যার হুমকি দিয়ে ঘরের আলমিরার ড্রয়ারে থাকা নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে ঘরের সব আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায় সন্ত্রাসীরা।
সন্ত্রাসী হামলার বিষয়ে পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু বলেন, ২৬ মার্চ সকালে কামালপুর হাইস্কুলে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্থানীয় যুবলীগ নেতা বুলবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মঞ্চে বসা শহিদ জোয়ার্দ্দার ও শাজাহান আলীকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় শহিদ জোয়ার্দ্দারের ভাই মিঠু মেম্বর বাদী হয়ে ওই সকল হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করে। মামলার জের ধরে মিঠু মেম্বরকে হত্যার উদ্দেশ্যে ওই সকল চিহ্নিত সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ, ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনার খবর পেয়ে দৌলতপুরের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, মিঠু মেম্বর, শহীদ জোয়ার্দ্দার, শাজাহান আলীসহ অনেকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করেছিল। নৌকার ভোট করার অপরাধে প্রতিপক্ষ আনারস প্রতীক প্রার্থীর লোকজন ন্যাক্কারজনক এ হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছে। মিঠু মেম্বরকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। বাড়িতে না থাকায় সে প্রাণে বেঁচেছেন। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হামলা ও গুলি বর্ষনের বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, ঘটনা তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আলামত হিসেবে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।