কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিমান্তবর্তী ইউনিয়ন রামকৃঞ পুর এলাকায় ডিস ব্যবসা নিয়ে চলছে চরম উত্তেজনা। অবৈধ ডিস ব্যবসা বন্ধে কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একাধিক বার অভিযান চালিয়ে সিলগালা করে আসলেও আবার রাতের আধারে তালা ভেঙে বহাল তবিয়তে চলছে অবৈধ ডিস সংযোগ।
স্থানীয় চেয়ারম্যান সিরাজ মন্ডল তার নাবালক ছেলেকে এই ব্যবসার ঢাল বানিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্রে জানা গেছে। ডিস ব্যবসা কেন্দ্র করে এই এলাকায় একাধিক বার হামলা মামলা হয়েছে দুইটি গ্র“পের মধ্যে। একটি পক্ষ বিটিভির লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে অন্যদিকে সিরাজ মন্ডল, মিন্নাতসহ একাধিক সন্ত্রাসী জোর পূর্বক ভারত থেকে অবৈধ ভাবে সেন্টার বক্স এনে গোপনে সরকারের অনুমতি ছাড়া ডিস ব্যবসা করছে। প্রশাসন বার বার ব্যবস্থা নিলেও কোন ভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছেনা।
দৌলতপুর উপজেলার সামনে পাঁচ শতাধিক গ্রাহক ( ডি কোয়াব ) আয়োজনে এই অবৈধ ডিস ব্যবসা বন্ধসহ সিরাজ চেয়ারম্যানের শাস্তি চেয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর কাছে দেখা করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। প্রশাসন একাধিকবার অভিযান চালিয়েছে বন্ধে। বিষয়টি নিয়ে আবারো উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই অবৈধ সংযোগ বন্ধে অতিদ্রুত জেলা প্রশাসক স্যার এর নির্দেশে অভিযান চালানো হবে এবং আইনগত ব্যবস্থাসহ শাস্তির ব্যবস্থা করা হবে।