কুষ্টিয়ার দৌলতপুরে অন্যের বৌকে ভাগিয়ে নেওয়ার স্বাক্ষীকে কুপিয়ে জখম করেছে এলাকার সন্ত্রাসীরা। সোমবার বেলা সড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরকীয়ার জের ধরে শনিবার রাতে ঘোড়ামারা এলাকার সবুজ আলীর স্ত্রী রেকসোনাকে একই এলাকার উকিল ভাগিয়ে নিয়ে যায়। অন্যের বৌ ভাগিয়ে নিয়ে পালানোর সময় সলেমান (৪৫) নামে এক ব্যক্তি তা দেখে সবুজকে বিষয়টি জানায়।
এ ঘটনায় সবুজ বাদী হয়ে সলোমানকে স্বাক্ষী করে দৌলতপুর থানায় একটি অভিযোগ দেয়। এরই জের ধরে সোমবার উকিলের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শরিফুলসহ ৪-৫জন সলেমানের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা সলেমানকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী জানান, উকিল ও তার ভাই শরিফুল বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। শরিফুলের নামে বিভিন্ন মামলাও রয়েছে। ছলেমান জানান আমি ডাক্তারের কাছে বসে আছি এমন সময় রফিকুল, শরিফুল সহ আর অনেক জন আমার উপরে হামলা চালায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম জানান এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি তদন্তকরে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।