কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেসে শুক্রবার বিকালে উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।
জানা যায়, উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়েকদিন ধরে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছিল। শুক্রবার বিকালে খলিসাকুন্ডি মীর পাড়া ও হাওড়াপাড়ার ফুটবল খেলা চলাকালিন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে মীর পাড়ার ২ জন আহত হয়।
পরে সন্ধায় খলিসাকুন্ডি কাচা বাজারে সন্নিকটে হাওড়াপাড়ার রবিউল ইসলাম রবি নামের একজনকে মারাত্বক আহত করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। মহুর্তের মধ্যে খলিসাকুন্ডি বাজারের দোকান বনধ হয়ে যfয় খবর পেয়ে ঘটনাস্থলে দৌলতপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনো টানটান উত্তেজণা বিরাজ করছে।