দোকানে চুরির অপরাধে রাশেল নামের একশিশুকে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে রাখা হয়। বৃহস্পতিবার সকালে দিকে মেহেরপুর শহরের বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে। জানাগেছে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আশকার আলীর ছেলে রাসেল বাসস্টান্ডে এলাকার কয়েকটি দোকানে চুরি করেছে। এ মর্মে তাকে আটক করে বেধে রাখা হয়। তবে কার দোকানে সে চুরি করেছে সে ব্যাপারে কেও কিছু জানাতে পারেনি।