জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন “শিশু দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না। যাতে করে এ ঘটনা আর কোথাও কেউ না ঘটাতে পারে।”
আজ শুক্রবার (২৯ জুন) সকালে কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় শিশু দেব দত্তের পরিবারকে শান্তনা দিতে গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) অপহরণ করে অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার ১৭ দিন পরে ২৫ জুন দুপুরে পুলিশ একটি বাড়ির শৌচাগোরের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।