বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে বের হয়ে তিন দিনেও বাড়ি ফেরেনি সুমন খান (২৫) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এ নিয়ে হরিণাকুন্ডু থানায় একটি জিডি করেছে সুমনের পরিবার।
সুমন হরিণাকুন্ডু শহরের আদর্শপাড়ার তোফাজ্জেল খানের ছেলে। মা রাশেদা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমন তার বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে বের হয়। সর্বশেষ তার মায়ের সাথে বেলা ১০টার সময় কথা হয়। ঘটনার দিন দুপুরের পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রোববার সুমনের ফিজিক্স পরীক্ষা রয়েছে।
ফুফাতো ভাই জোড়াদহ গ্রামের সাজেদুর রহমান সোহাগ জানান, সুমন জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস পেয়েছিল। চলতি এইচএসসি পরীক্ষাও ভাল হচ্ছিল। কিন্তু কোথাও তার হদিস মিলছে না।
বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সুমন খানকে উদ্ধারের সব চেষ্টা করা হচ্ছে। আশপাশ থানায় তার নিখোঁজ হওয়ার ম্যাসেজ পাঠানো হয়েছে। এ ছাড়া তার মোবাইল ট্রাকিং করে দেখা হচ্ছে কোথায় তার অবস্থান।