সরকার রাজীবঃ “তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা” স্লোগানে এই প্রথম সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয় জিটিসি-ডিসি স্বাধীনতা দিবস আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১৯।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় শহীদ বরকত মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড.মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সভাপতি একেএম শোয়েব। আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারন সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, বিতর্ক ক্লাবের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে বির্তাকিক ও মুক্তবুদ্ধি চর্চাকারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশ ও দশের মুক্তির এই মাধ্যম বির্তককে এগিয়ে নিতে হবে। বিতর্ক এমন একটি জিনিস যা মানুষকে শিখায় ধৈর্য্য ধারণ করতে, উচ্চতার শিখরে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমান করতে।
বিতর্ক বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশনের শ্রেষ্ঠ বিতার্কিক উত্তম রায়। ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মোঃ নাজমুল হুদা।
উল্লেখ্য, তিতুমীর কলেজ প্রাঙ্গণ জুড়ে তিনদিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উচ্ছ্বসিত এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জাতীয় পর্যায়ের বিজয়ী বিতার্কিকগণ। প্রতিযোগিতায় তিতুমীর কলেজের ২২টি বিভাগ থেকে ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে আন্তঃ বিভাগীয় দল ৪৪টি, বারোয়ারি বির্তকে ১০০জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০টি দল অংশগ্রহণ করে।
আন্তঃ বিভাগ বির্তকের ফাইনালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিজয় লাভ করে। বিকালে পুরস্কার বিতরণ এর মাধ্যমে তিনদিন ব্যাপি এই অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।