তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে স্ত্রীর নতুন স্বামী বাড়িতে গিয়ে বিপাকে পড়েছে ৩ যুবক। বৃহস্পতিবার বিকালে বেলগাছী রতখোলা পাড়ার লোকজন তাদের ধরে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের আইনালের ছেলে শরিফুল ইসলামের আড়াই বছর আগে পার্শ্ববর্তী প্রাগপুর গ্রামের নাজিরের মেয়ের নাছরিনের সাথে বিয়ে হয়। বিয়ে প্রায় আড়াই বছর পর তাদের মধ্যে ছাড়াছাড়ি যায়। গত ২ মাস আগে বিয়ে হয় বেলগাছী গ্রামের মধ্য বয়সি মন্টু সর্দ্দারের সাথে। এরই মধ্যে নাছরিন আবারও শরিফুলের সাথে গোপনে যোগযোগ করে।
গতকাল বিকালে শরিফুল তার ২ বন্ধুকে নিয়ে বেলগাছী গ্রামে আসে। তাদের চলা ফেরায় সন্দেহ হলে এলাকাবাসি শরিফুল ও তার দুই বন্ধু হাটবোয়ালিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ইব্রাহীম( ২৮), আজিজের ছেলে এনামুল (২৬) কে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।