শনিবার ধলেশ্বরী রিসোর্ট, মুন্সিগঞ্জ সিরাজদিখানে হয়ে গেল ঢাকাস্থ কুমারখালী উপজেলা সমিতির অভিষেক উপলক্ষে বনভোজন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ঢাকাতে বসবাসকারী কুমারখালীর শহস্রাধীক লোকের উপস্থিতিতে কুমারখালীর দুই কৃর্তি সন্তান হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল এর কর্ণধার ড. আলাউদ্দিন আহমেদ বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় এবং কুমারখালীর আরেক কৃতিসন্তান ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন কবি ও সাহিত্যিক শেখ রবিউল হক লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫এ১ জেলা গভর্নর নির্বাচিত হওয়াতে নবগঠিত কুমারখালী উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসার সংসদ সদস্য আব্দুর রউফ, এমপি, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার জাহিদ হোসেন জাফর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক যুগ্ন সচিব কাশেম মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান। ঢাকা মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক অভি চৌধুরী প্রমুখ।
এছাড়া ঢাকায় বসবাসরত সহস্রাধিক কুমারখালীবাসী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে কুমারখালীবাসীদের শতস্ফুর্ত অংশগ্রহণে ধলেশ্বরী নদীর পাড় পরিনত হয় ঢাকার বুকে এক খন্ড কুমারখালীতে।
এই অনুষ্ঠান থেকে ঘোষনা করা হয় আগামীতে এই নবগঠিত সমিতির মাধ্যমে কুমারখালীর মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং উপস্থিত সকলে কুমারখালীকে বাংলাদেশের মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।