ডেঙ্গু প্রতিরোধে কুষ্টিয়া পৌরসভার কার্যক্রম অব্যাহত রয়েছে। কিট “বকসার ২.৫” পৌর এলাকায় ২১টি ওয়ার্ডে স্প্রে মেশিনের মাধ্যমে ছেটানো হচ্ছে। এই কিট স্প্রে করার কারনে মশার লাভা নষ্ঠ করবে ও উড়ন্ত মশা দীর্ধস্থায়ী হবে না।
তৃতীয় বারের মত কিট “বকসার ২.৫” স্প্রে মেশিন দিয়ে ১৮ সেপ্টেম্বর হতে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পূনরায় পৌরসভার ১৪, ১৬, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ডোবা-নালা, ড্রেন, কালভার্ট সহ পৌর বাসিন্দাদের বসতবাড়ী ও তাদের আঙ্গিনায় স্প্রে করা হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাই ২৫ তারিখ থেকে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এর পর হতে পৌরসভার মেয়রের নির্দেশনা পর্যায়ক্রমে পৌর এলাকার পূনরায় ২১ টি ওয়ার্ডে স্বস্ব কাউন্সিলরের নেতৃত্বে কীটনাশক সহ ফগার মেশিন দিয়ে ছেটানো হচ্ছে।
এছাড়াও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রেখেছে । সংবাদ বিজ্ঞপ্তি