কুষ্টিয়ার ভেড়ামারায় নৌ বাহিনীর কমান্ডার জামান সোহরাব শিশির সোমবার রাত ১১ টার সময় ঢাকা সি এম এস হাসপাতলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
পরিবার সুত্রে জানা গেছে, জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিড়ামোড়া এলাকার মহরম আলীর ছেলে ও নওদাপাড়া এলাকার রশিদুল ইসলামের বড় জামাই নৌ বাহিনীর কমান্ডার জামান সোহরাব শিশির গত ১০ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তার পরিবার ঢাকা সি এম এস হাসপাতলে ভর্তি করে।
জামান সোহরাব শিশিরের অবস্থা আশংকা জনক হলে তাকে বৃহস্পতিবার ঢাকা সি এম এস হাসপাতলের আইসিইউ তে ভর্তি করে। মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে সোমবার রাত ১০.৪৫ টার সময় ঢাকা সি এম এস হাসপাতলের ডাক্তাররা মৃত্যু ঘোষনা করেন।
শ্বশুর রশিদুল ইসলাম জানান, নৌ বাহিনীর কমান্ডার ও আমার বড় জামাই শিশির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে আমরা ঢাকা সি এম এস হাসপাতলে ভর্তি করি। সোমবার রাত ১০.৪৫ টার সময় ঢাকা সি এম এস হাসপাতলে মৃত্যু বরণ করেন। জামান সোহরাব শিশির স্ত্রী, এক মেয়েসহ তার বাবা মা আন্তীয় স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর ঢাকা বনানী কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। নৌ বাহিনীসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা জানাযায় উপস্থিত ছিলেন।