কুষ্টিয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, মুজাহিদুল ইসলাম বাবলু, মফিজ উদ্দিন, মামুন-অর-রশিদ, সাদিয়া জামিল কনা, জান্নাতুল মাওয়া রণি, সহকারী প্রকৌশলী শফিকুল আজম, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান প্রমুখ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় সভাপতির বক্তব্যে হাজী রবিউল ইসলাম বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়ার পাদুর্ভাব দেখা দিয়েছে। সে কারণে সকলকে ঐক্যবদ্ধভাবে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কাজ করতে হবে।
আলোচনা সভায় ৭ দিনব্যাপি কুষ্টিয়া জেলা পরিষদ জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সকল উপজেলায় র্যালী ও আলোচনা সভা এবং সকল স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।