যশোরের শার্শার নাভারনে হাসপাতাল রোড রেল ত্রুসিংয়ে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক তরিকুল ইসলাম(৩৫)।
রোববার (১৯ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘনাটি ঘটে। আহত তরিকুল শার্শা কাশিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার পর বেনাপোল থেকে খুলনা গামী আন্তনগর ট্রেনটি হাসপাতাল রোডে পৌঁছায়।
এ সময় প্রাইভেটকারটি ত্রুসিং পার হওয়া সময় ট্রেন প্রাইভেটকার কে ধাক্কা দেয়৷ ট্রেন এর ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পুকুরে পড়ে যায়। প্রাইভেট কার এর ড্রাইভার আহত হয়। স্থানীয়া তাকে উদ্ধার করে বুরুজ বাগান সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিংসক ডা. নুর ইসলাম বাহার জানার, আহত তরিকুল ইসলাম বর্তমানে আশংকামুক্ত, দুর্ঘটনায় তরিকুলের হাতে ও কানে সামান্য আঘাত পেয়েছে।