ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা সড়কে যাত্রীবাহি বাস খাতে পড়ে ১৫ জন গুরুতর আহত হয়েছে।
মহেশপুর-ভৈরবা সড়কের সস্তার বাজার নামক স্থানে তুহিন পরিবহন নামে এক যাত্রীবাহি বাস খাদে পড়ে ১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে।
আহতদেরকে তাৎক্ষনিকভাবে স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, একটি ট্রাককে সাইড দিতে যেয়ে বাসটি খাদে পড়ে যায়।
উল্লেখ্য,ঐ বাসের কোন ফিটনেস, রুটপারমিট ও বৈধ কাগজপত্র নেই তারপরও বাসটি রাস্তায় চলাচল করে।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলে কেউ মারা যায়নি, আহতের সংখ্যা ১৪/১৫ জন হতে পারে।
মহেশপুর হাসপাতালের ইউএইচএন্ডএফপিও ডাঃ নাসির উদ্দিন জানান, আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।