ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে পিকআপ চাপায় হারুন মুনশি (৫৫) নিহত হয়েছেন। নিহত হারুন মুনশি সাধুহাটি ধর্মতলা গ্রামের সেকেন্দার মুশির ছেলে।
বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধুহাটি বাজার থেকে হারুন মুন্সি বাড়ি ফিরছিলেন। এ সময় চুয়াড়াঙ্গা হতে ছেড়ে আসা পিকআপ ব্যানটি সাধুহাটি বালিকা বিদ্যালয়ের কাছে এসে পিছনের চাকা খুলে হারুন মুনশির গায়ের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ডাকবাংলা পুলিশ ক্যাম্প তদন্ত কর্মকর্তা তৈাহিদুল ইসলাম জানান, পথচারী হারুন হেটে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।