ঝিনাইদহে বাওড় কেয়ারটেকার তোয়াজ উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, সোমবার রাতে হরিনাকুন্ডুর মান্দিয়া গ্রামে ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের জামাই আব্দুল কুদ্দুস বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর নিহতের ২য় স্ত্রী কুটিলা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য মতে গ্রেফতার করা হয় আরও ৩ জনকে।
পরকীয়া প্রেমের কারণে তোয়াজ উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।