ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির একাধিন ছাত্রীকে যৌন হয়রানী করে আসছিল।
মঙ্গলবার ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানি করে। ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে যৌন নিপীড়নের শিকার আরও ২ ছাত্রীর অভিভাবকরা দুপুরে স্কুল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং অভিযুক্ত প্রধান শিক্ষক আটক করে।
পরে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।