ঝিনাইদহের কালীগঞ্জে আড়পাড়া এলাকা থেকে ৫৯ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে রেজাউল হোসেন(২৫) ও একই উপজেলার হিন্দুপাড়ার তরিকুল ইসলামের ছেলে আশিক হোসেন(১৮)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, নিয়মিত টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ উপজেলার আড়াপাড়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে রেজাউল ও আশিককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ৫৯পিচ ইয়াবা উদ্ধার করা হয়।