ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে শাহরিয়ার রহমান মামুন নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় সুজন আহম্মেদ (২৩) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করে পুলিশ।
অপহৃত সুজন জেলার মহেশপুর উপজেলার আলামপুরের বিশু মিয়ার ছেলে। সুজনকে গত ১১ সেপ্টেম্বর রাতে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। এরপর থেকে সুজনের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল তারা। আটক শাহরিয়ার কোটচাঁদপুর শহরতলীর কলেজস্ট্যান্ডের মসিয়ার রহমানের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গত ১১ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর-মহেশপুর সড়ক থেকে সুজনকে একদল অপহরণকারী সুজনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা সুজনের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। সুজনের পরিবার থানায় জানানোর পর পুলিশের পরামর্শে অপহরণকারীদের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকায় সুজনকে ফেরত দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের দিকে কোটচাঁদপুর বলুহর মৎস হ্যাচারী এলাকায় দু’পক্ষের মধ্যে টাকা ও বন্ধি বিনিময়ের কথা ছিল।
এর আগে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই ব্রজবল্লভ সাধু, এসআই মোঃ সৈয়দ আলী, এএসআই মোঃ জামাল উদ্দিন, এএসআই মিঠুন কুমার বিশ্বাস, এএসআই পিংকু বিশ্বাস ও সোহাগ আলীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ছদ্মবেশে সেখানে অবস্থান নেয়। সেখান থেকে পুলিশ শাহারিয়ার রহমান মামুন (৪৩) নামে এক অপহরণকারী আটক করে। আটক শাহরিয়ার কোটচাঁদপুর শহরতলীর কলেজস্ট্যান্ডের মসিয়ার রহমানের ছেলে। এসময় অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।