আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার বয়েড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ওই গ্রামের আফজাল হোসেন (৫০), আজাহার আলী (৪০), আফাঙ্গীর হোসেন (৩০), দুলাল হোসেন (৩৬), মঞ্জুরা খাতুন (২৯) ও রুপিয়া খাতুন (৫০)। এ সময় সাতটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং একই ইউনিয়নের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
গত শুক্রবার বাবুলের সমর্থক রয়েড়া দক্ষিণপাড়া গ্রামের কয়েকজন সাব্দার মোল্লার গ্রুপে যোগদান করে। এ ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা চলে আসছিল।
এরই জের ধরে সকালে ওই গ্রামে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।