পাখি দিয়ে চিঠি তুলিয়ে মানুষের ভাগ্য গণনা করে প্রতারণা ব্যবসা করে আসছিল চড়াইকোল এলাকার আবু তালেব নামের এই লোকটি । বিষয় টি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মো:সেলিমুজ্জামান ও গোয়েন্দা বিভাগ এন এস আই এর সহকারী পরিচালক মো:মহিদুল আলম মিয়া এর নজরে পড়ে।
তারা দেখতে পান ছোট্ট খাঁচার মধ্যে পাখনা কাটা দুইটি টিয়া পাখি ছটফট করছে।
এ সময় পাখি প্রেমী ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাহাব উদ্দিন মিলন কে সাথে নিয়ে ওই পাখি দুটিসহ তার মালিককে ডিসি মহাদয়ের কাছে নেওয়া হলে পাখি দুটি কে অবমুক্ত করতে বলেন এবং অন্য ব্যবসা করতে উৎসাহিত করেন তিনি।
তারই ধারাবাহিকতায় বুধবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় মানব প্রেমী,প্রকৃতি প্রেমী ডিসি মহোদয় মো: জহির রায়হান তার হাতে সাত হাজার টাকা তুলে দেন এবং সমাজ সেবা থেকে আরো সাহায্যর ব্যবস্থা ও তার ছেলে মেয়ের জন্য বিনামূল্যে বই খাতা এবং পড়ানোর জন্য আশ্বস্ত করেন।
এছাড়াও সমাজিক সংগঠন ‘মানুষ মানুষের জন্য’ এর পক্ষ থেকে তাকে আরো পাঁচ হাজার টাকা সাহায্য প্রদান করা হয়।