কুষ্টিয়া জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কারা অভ্যান্তরে মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার জাকের হোসেন।
মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, উপপরিদর্শক তারেক মাহমুদ ও জেলার মোস্তফা কামাল
সভাপতির বক্তব্যে জেল সুপার মাদকের বিশাক্ত থাবা থেকে মাদক মামলার সাজা প্রাপ্ত কয়েদিদের ভবিষ্যতে দুরে থাকার আহ্বান জানান।
এছাড়াও মাদকসেবী কয়েদি তার জীবনের এক করুন কাহিনী সভার সকলের কাshয়ার পেছনে তার বন্ধুদের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা প্রকাশকালে সকলকে মাদকসেবী বন্ধুর কাছ থেকে সতর্ক থাকতে বলে । সভায় সাজাপ্রাপ্ত মাদকসেবীদের পুনঃর্বাসন এবং মাদক নিয়ন্ত্রনের ব্যাপারে প্রশাসনিক আলোচনা হয়।