স্বামী জীবিত থাকলেও অনায়াসে বিধবা ভাতা পাচ্ছেন কুষ্টিয়া খোকসা মোড়াগাছা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার অনেকেই, এমনি অভিযোগের পাওয়ার গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে নাসিমা খাতুন ( ৪০) স্বামী: সদর উদ্দিন, মহিলা কাউন্সিলর ৪,৫,ও ৬ নং ওয়ার্ড, তিনি মোটা অংকের টাকার বিনিময়ে এমন ভাতার ব্যবস্থা করে থাকেন।
সরজমিনে গিয়ে ঐ দু-জন ব্যক্তির সঙ্গে দেখা হয় রিপোর্টারদের। তাদের স্বামী জীবিত কিন্তু ভাতা তুলছে বিধবার ,১/ মাহেলা খাতুন (৫৬) স্বামী : আক্কাস আলী, ২/ সাহানা খাতুন(৬০), স্বামী: স্নো সাধু, শাহিদা খাতুন স্বামী সুকোমদ্দান এই বিষয়ে ঐ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাসিমা কাছে জানতে চাই কি ভাবে স্বামী জীবিত কিন্তু ভাতা তুলছে বিধবার, কেমন করে এমন ভাতা প্রদান করা হলো। তিনি জানান ঘটনাটি সত্য এটা ইউনিয়নের চেয়ারম্যান আমাকে করে দিয়েছে। আমি পরে সব ঠিক করে দেব।
এই বিষয়ে মোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব আলী সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
এলাকার সচেতন নাগরিকরা বলেন, আরো অনেক এমন ভাতার কার্ড দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। স্থানীয় কাউন্সিলরা দিয়ে থাকেন।
এমন ঘটনার এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এখনি রোদ করা না যায়। তাহলে বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাঁধাগ্রস্ত হবে।