Wednesday, March 22, 2023
প্রচ্ছদকুষ্টিয়ারাজনীতিজিডি করতে গিয়ে আটক হন ইবি ছাত্রলীগ সম্পাদক

জিডি করতে গিয়ে আটক হন ইবি ছাত্রলীগ সম্পাদক

Published on

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

তবে এর আগে তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন বলে জানা গেছে। ইবি থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান রাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

রাকিবের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করতে গেলে রাকিবকে আটক করা হয়।

ইবি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাহাঙ্গীর আরিপ জানান, গত ২ নভেম্বর সম্পাদক রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। ওই মামলায় গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন রাকিব। শুক্রবার রাকিব কুষ্টিয়া শহরে অবস্থান করছেন এমন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (আজ) কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 

এদিকে ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা ও গুম করার হুমকি দিয়েছেন দাবি করে শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করতে যান রাকিব।

তার পরিবার ও জিডি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে অজ্ঞাত ব্যক্তি সাধারণ সম্পাদক রাকিবকে ফোন করে হত্যা ও গুম করার হুমকি দেয়। একই সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করে। হুমকির কথোপকথন তার কাছে সংরক্ষিত আছে বলে জিডিতে উল্লেখ করেন রাকিব। জিডি করার পর পরই কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে গত ২ নভেম্বর ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সাধারণ সম্পাদক রাকিব ও সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তার মামলা নং ০২/০২-১১-২০১৯।

তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করে রাকিবের সঙ্গে জুবায়েরের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয় বলে হালিম দাবি করেন।

প্রসঙ্গত, নেতা হতে ৪০ লাখ টাকা লেনদেন, আদালত আবমাননা ও নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে ব্যাপক আলোচিত হয়েছেন রাকিব। এসব অভিযোগে তার বহিষ্কার দাবিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। ক্যাম্পাসে প্রবেশ করলে কয়েক বার বিদ্রোহীদের ধাওয়ায় পালাতে বাধ্য হন রাকিব।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...