কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এর জন্য মনোনীত হয়েছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় তাঁকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার কর্মকর্তারা মুঠোফোনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং পরে উপজেলা শিক্ষা অফিসে এ সক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৬ মার্চ ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টায় মহামান্য রাষ্ট্রপতি মো : আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ প্রদান করবেন। এ জন্য কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানকে নির্ধারিত দিনের একদিন আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের বাছাই প্রতিযোগীতায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্যাটাগরিতে অংশ নিয়ে পরপর চারবার কুষ্টিয়া জেলা ও খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মান্নান খান।
এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় তাঁকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হচ্ছে।
কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাওয়ার খবর জানাজানি হলে তাৎক্ষনিক তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে ছুটে আসেন সর্বস্তরের মানুষ।