জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র্যালী বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হন। এসয় তিনি বলেন, গ্রন্থাগার হলো সভ্যতার দর্পণ। মানব জাতির শিক্ষা, রুচিবোধ ও সংস্কৃতির কালানুক্রমিক পরিবর্তনের সঙ্গে গ্রন্থাগারের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। গ্রন্থাগার হচ্ছে অতীত ও বর্তমান শিক্ষা সংস্কৃতির সেতুবন্ধ।
তিনি বলেন, ‘গ্রন্থাগার হল জ্ঞানের ভান্ডার। জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতি চর্চা ইত্যাদির মাধ্যমে মানুষকে আলোকিত করে তোলা এবং পাঠাভ্যাস নিশ্চিতকরণে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও জাতীয় গ্রন্থাগারের কমর্কর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।