বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কর্তৃক জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার কুষ্টিয়ার ৫ সাংবাদিকসহ বিভিন্ন জেলার সাংবাদিকদের তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ বুধবার সমাপন অনুষ্ঠিত হয়েছে।
পিআইবি সেমিনার কক্ষে ২৩ শে সেপ্টেম্বর হতে ২৫ শে সেপ্টেম্বর ২০১৮ এই বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ শাহ আলমগীর এর সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. কাবেরী গায়েন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে এর সহ-সভাপতি এবং গাজী টিভি ও সারা বাংলা’র প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়ার রেজা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ২৮ প্রতিনিধি কে সনদপত্র প্রদান করা হয়। তন্মম্যে কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম রাজ্জাক, কুমারখালী প্রতিনিধি গোলাম সরোয়ার, মিরপুর প্রতিনিধি জাকের আলী শুভ, কুৃষ্টিয়া সদর প্রতিনিধি মাহমুদ হাসান ও দৌলতপুর প্রতিনিধি মিজানুর রহমান নয়ন।