Saturday, June 15, 2024
প্রচ্ছদজীবনযাপনজমে উঠেছে দেশের ২য় বৃহত্তম কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট

জমে উঠেছে দেশের ২য় বৃহত্তম কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট

Published on

আসন্ন ঈদকে সামনে রেখে বেচাকেনা জমে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট। ঈদ উপলক্ষে এখানে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শুধু পাইকারি নয়, এখানে খুচরাও বিক্রি করা হয়ে থাকে। কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষরাও এখানে কেনাকাটা করতে আসেন পছন্দের পোশাক। দামেও সাশ্রয়ী হাওয়ায় সবাই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে চলে আসেন পোড়াদহে। পাইকারি বাজার হওয়ায় আশপাশের জেলার ব্যবসায়ীরাও এখানে আসেন পোশাক কিনতে।

এখানে পাওয়া যায়– গজ-কাপড়, থান-কাপড়, পাঞ্জাবির কাপড়, থ্রিপিস, শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোর্ট, প্যান্ট ও শার্টের পিস, লুঙ্গি, রেডিমেট পোশাক। ঈদ যতোই ঘনিয়ে আসছে কাপড়ের হাটে ততোই বেচাকেনা বাড়ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলোয় বেচাকেনা চলে। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এই কাপড়ের হাট বসে থাকে। এই হাটে প্রায় দুই হাজারটি দোকান বসে। পোড়াদহ কাপড়ের হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে কেনাকাটা করে নিয়ে যায়।

স্থানীয় পোড়াদহ ভরসা বস্ত্রালয়ের মালিক মাহমুদা খানম রত্না বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার মানুষের ভিড় একটু বেশি। আর বেচা-বিক্রিও হচ্ছে ভালো। এবার ঢাকায় মসলিন, মিরপুরের কাতান, গাউনের অনেক চাহিদা। এখানে গাউন আড়াই হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত এবং ঢাকাই মসলিন শাড়ি বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত। এছাড়াও মিরপুরী কাতান শাড়ি সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।’

এখানকার সেতু গার্মেন্টসের মালিক আমজাদ হোসেন বলেন, ‘হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো হাওয়ায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন।’

পোড়াদহ বাজারের সবচেয়ে বড় শাড়ি, থ্রিপিস, শার্ট পিস, পাঞ্জাবির মোকাম অঙ্গশোভায় গিয়ে দেখা যায়, দোকানে প্রচণ্ড ভিড়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন আবদুল মজিদ। তিনি  বলেন, ‘পোড়াদহ কাপড়ের হাটে কেনাকাটা করার মজাই আলাদা। আমি প্রতিবছর পরিবারের জন্য এখান থেকেই কেনাকাটা করে থাকি।’

জাকাতের কাপড় কিনতে পোড়াদহ মার্কেটে এসেছেন কুষ্টিয়া শহরের ইয়াসিন আলী। তিনি বলেন, ‘দামে সাশ্রয়ী হবে বলে এখান থেকে কিনি।’ মেহেরপুর থেকে আসা পাইকারি কাপড় ব্যবসায়ী সাব্বির ইসলাম বলেন, ‘আমরা এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে যাই। এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায়। পাশাপাশি দামও বেশ ভালো।’

পোড়াদহ কাপড়হাট পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো.মুনি খাঁ বলেন, ‘পোড়াদহ ঈদের বাজার জমে উঠেছে। এবার বিক্রিও বেশ ভালো। আশা করি, ঈদের শেষ কয়েক দিন বিক্রি আরও বাড়বে।’

কাপড়হাটের নিরাপত্তা প্রসঙ্গে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) ফারজানা শরীফ বলেন, ‘পোড়াদহ হাটে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সেইসঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষে নারী পুলিশ সদস্যসহ দশজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। কারণ এখানে নারী পকেটমার থাকতে পারে এমন অভিযোগ ছিল ব্যবসায়ীদের। এছাড়াও হাট এলাকা ১৬টি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রয়েছে। আগামীতে সিসি ক্যামেরা আরও বাড়ানো হবে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

টিউশনি করে গোল্ডেন এ প্লাস পেলেন কুষ্টিয়ার জমজ দুই বোন

সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। টিউশনি করে কোন রকমে সংসার চালাচ্ছেন...

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী আবু তৈয়ব হত্যার পরিকল্পনা

কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যার পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে...

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী বাজার থেকে ইয়াবাসহ টুটুল হোসেন (২২) ও তৌফিক রানা সিয়াম (২০)...