নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আচমকাই শুক্রবার থেকে দেশব্যাপী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ।
বাস মালিকদের দাবি, সড়কে ভাঙচুরের কারণে পরিবহণ শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। অন্যদিকে পরিবহণ শ্রমিকরা বলছেন, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, ছাত্ররা বাস ভাঙচুর করছে এজন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
বাস চলাচল বন্ধে মালিকরা কোনো নির্দেশনা দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভাঙচুর করছে, তাই বাস বন্ধ রয়েছে।
কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হতে পারে- জানতে চাইলে কোন নির্দিষ্ট সময় না জানিয়ে পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, ছাত্ররা ভাঙচুর বন্ধ করুক, বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বাস চলাচল বন্ধের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, আন্দোলন চলাকালে সড়কে ৩২৫টি বাস ভাঙচুর করা হয়েছে, ১১টি বাস পোড়ানো হয়েছে। আমরা এই পরিস্থিতিতে সড়কে বাস নামাতে নিরাপদ বোধ করছি না। এভাবে বাস ভাঙচুর করলে, পুড়িয়ে দিলে আমরাও ক্ষতিগ্রস্ত হই।