গত শুক্রবার রাত ৯টায় নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুন ও সাধারণ সম্পাদক এস আর শিপনসহ ৩৪ নেতাকর্মীকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
গতকাল দূপুরে কুষ্টিয়া মডেল থানা থেকে কোর্ট হাজতে প্রেরণ করেছে। বিকালে ছাত্রদল নেতাকর্মীদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার রাগিব বউফ চৌধুরী’র কুষ্টিয়া শহরের থানা পাড়ার বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃত ছাত্রদলের নেতাকর্মীদের কাছে থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান তাৎক্ষনিক তার সরকারী বাসভবনে সংবাদ সম্মেলন করে জানান, বিএনপি এবং অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল শনিবার কুষ্টিয়া শহরে নাশকতা ঘটানোর পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ থানার মোড় বিএনপি’র কেন্দ্রীয় এক নেতার বাসভবনে অভিযান চালায়।
অভিযানে ছাত্রদলের ৩৪ নেতাকর্মীকে ২৩টি ককটেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার ।