Friday, September 22, 2023
প্রচ্ছদবাংলাদেশঅপরাধছাত্রদলকে পেটাল ছাত্রলীগ

ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ

Published on

বিজয় দিবসে পুষ্পমাল্য অর্পণ করতে এসে ছাত্রলীগের একাংশের পিটুনিতে আহত হয়েছেন ছাত্রদলের তিন নেতা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্থ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ করিম ও প্রচার সম্পাদক মঈন উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টায় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে ফুল দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা। হঠাৎ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন প্রকাশ টিপুর অনুসারী নেতা-কর্মীরা লাঠি দিয়ে তাঁদের মারধর শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে ছাত্রদলের নেতা হাসান, ইমতিয়াজ ও মঈন সামান্য আহত হন। পুলিশ ও প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রদলের নেতারা পুষ্পমাল্য অর্পণ না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বলেন, ছাত্রদল বিভিন্ন সময়ে ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। তারা ক্যাম্পাসে নাশকতা ঘটাতে পারে—এ আশঙ্কায় নেতা-কর্মীরা তাঁদের প্রতিরোধ করেছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘বিজয় দিবসে ছাত্রলীগ আমাদের ওপর নগ্ন হামলা চালিয়েছে। এতে আমাদের তিনজন নেতা আহত হয়েছে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ বলেন, ‘কিছু ছাত্রের মধ্যে হঠাৎ ঝামেলা হয়েছিল। পুলিশের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

অবশেষে দুই নদীর নামেই হচ্ছে নতুন দুটি প্রশাসনিক বিভাগ। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি...

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: মানব পাচারকারী চক্রের হোতা হাজী কামাল গ্রেফতার

১০ বছরে ৪০০ বাংলাদেশিকে লিবিয়া পাঠান হাজী কামাল টাইলস শ্রমিক হিসেবে মানবপাচার, জনপ্রতি আদায় ৫/৬...