চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক মোটরসাইকেল চালক পালিয়ে যায়। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাতেই বাড়ি নেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজিবর মন্ডল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলেকাদিয়া গ্রামের চুলকুনিপাড়ার মৃত হটু মন্ডলের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে নজিবর মন্ডল রাতে বাড়ি থেকে বের হয়ে আলোকদিয়া বাজারে আসে চায়ের দোকানে। সেখান থেকে পায়ে হেটে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
রাতেই নিহতের লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।