করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কাওছার আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
কাওছার আলী শাহ দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত বদর উদ্দিন শাহ’র ছেলে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, কাওছার আলি শাহ কয়েকদিন ধরে সর্দি কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিল। সোমবার দামুড়হুদা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনাও দিয়েছিলন তিনি। নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপাের্ট আসার আগই তিনি মঙ্গলবার দুপুরে নিজ বাসায় মারা যান ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলাতে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৩ জন ও মারা গেছেন ৩ জন।
Discussion about this post