ঘুষ বাণিজ্য রুখে দিয়েছেন কুষ্টিয়া’র পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার)।
কোন প্রকার টাকা পয়সার লেনদেন ছাড়াই কুষ্টিয়া জেলায় পুলিশ কনস্টবলে নিয়োগ পেয়েছেন ৭৫ জন্য মেধাবী ছাত্র-ছাত্রী। গত সোমবার কুষ্টিয়া জেলায় কনস্টবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সকল প্রকার প্রভাবমুক্ত থেকে চুড়ান্ত স্বাস্হ্য পরীক্ষা ব্যাতীত নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ সম্পন্ন হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন কুষ্টিয়া’র পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পুলিশ সুপার বৃহস্পতিবার পরীক্ষার্থী, সকল প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন।
সকলের সহযোগীয় নিরপেক্ষ, শতভাগ স্বচ্ছ এবং সকল প্রকার প্রভাবমুক্ত থাকে কোন প্রকার বাধা ব্যাতীতই যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন।