মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনীপাড়া গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের চাপায় মহির উদ্দীন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মহির উদ্দীন রামনগর কলোনীপাড়ার মৃত পিনু চৌকিদারের ছেলে।
গতকাল শনিবার দুপুরে গ্রামের একটি রাস্তায় দ্রুতগামি বালি বোঝাই ট্রাক্টরের চাপায় মহির উদ্দীন নিহত হয়।
স্থানীয়রা জানান- মহির উদ্দীন মাঠে কৃষি কাজ শেষে গ্রামের একটি রাস্তায় পাশে বিশ্রাম নেয়ার সময় ঘুমিয়ে পড়েন। এ সময় একটি বালি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।