গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া ঘূর্ণিঝড় ফণীর তেমন কোন প্রভাব পড়েনি কুষ্টিয়ায়, যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহন।
থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি ছাড়া কুষ্টিয়ায় ঘূর্ণিঝড় ফণীর তেমন কোন প্রভাব পড়েনি। গেল রাতে ও শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত থেমে থেমে এই গুড়ি গুড়ি বৃষ্টি চলেছে। বাতাসের অবস্থাও মোটামুটি স্বাভাবিকই আছে।
তবে গেল রাতে আবহাওয়া দপ্তরের প্রেস ব্রিফ্রিংয়ে আজ বেলা ১১টার দিকে ফনী কুষ্টিয়ার উপর দিয়ে পার হবে এমন ঘোষনার পর মুলত কুষ্টিয়া জেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন জানান, কুষ্টিয়ায় কোন উপকুল নেই। তারপরেও পদ্মা তীরবর্তি এলাকার মানুষ নিরাপদে অবস্থান নিতে বলা হয়েছে। এ বিষয়ে কন্টোল রুম খোলা হয়েছে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমসহ সেচ্ছ্বাসেবক দল রেডি রাখা হয়। এছাড়াও ত্রাণ মজুদ রাখা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টার দিকে ফনী চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর অতিক্রম করেছে বলে খবর পাওয়া গেছে। এসময় কুষ্টিয়ায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। গুড়ি গুড়ি বৃষ্টিও থেমে গেছে। তবে ফনী আতংকে মানুষজন খুব একটা বাড়ীর বাইরে বের হয়নি।