Wednesday, October 4, 2023
প্রচ্ছদখুলনা বিভাগমেহেরপুরগাংনীর রফিজুল ইসলামের নামে ধর্ষণের অভিযোগ : আটক ১

গাংনীর রফিজুল ইসলামের নামে ধর্ষণের অভিযোগ : আটক ১

Published on

মেহেরপুরের গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের রফিজুল ইসলাম ওরফে লাল মিয়ার নামে ধর্ষণের অভিযোগে গাংনী থানায় মামলা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল বাজার এলাকার রমজান আলীর স্ত্রী জাহানারা খাতুন আজ সোমবার বাদী হয়ে গাংনী থানায় মামলাটি করেন।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) সাজেদুল ইসলাম জানান, রফিজুল ইসলাম ওরফে লাল মিয়াকে ১নং আসামী ও কালাম হোসেনের স্ত্রী হাজেরা খাতুনকে ২ নং তার মেয়ে কাকলী খাতুনকে ৩ নং আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা করা হয়েছে। যার নং ১২, তারিখ ০৯/০৭/১৮ ইং। এ মামলায় কাকলী খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামী রফিজুল ইসলাম ওরফে লাল মিয়া ও ২ নং আসামী হাজেরা খাতুন পলাতক রয়েছে।
এদিকে ধর্ষিত কলেজ ছাত্রীর আগামীকাল মঙ্গলবার (১০ জুলাই) মেহেরপুর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।

কলেজ ছাত্রী জানান, বেসরকারী একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রফিজুল। রফিজুল ইসলাম নিজেকে অবিবাহিত ও এলাকার কোটিপতি পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দিতে থাকে ধর্ষিতাকে। গত ৭ জুলাই সে তাকে মেহেরপুরে আসতে বলে। আমি তার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। সে আমাকে তার চাচা কালাম হোসেনের বাড়িতে রেখে প্রথম দিনে আমার ইচ্ছের বিরুদ্ধে চার বার ধর্ষণ করে। পরে গত ৮ জুলাই দিবাগত মধ্য রাতে গাংনী থানা পুলিশের একটি টীম আমাকে উদ্ধার করে।

ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানিয়েছেন, ওই কলেজ ছাত্রীটি চুয়াডাঙ্গার একটি ইয়াতিম খানায় থেকে লেখাপড়া করতো। এবছর সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। তাকে প্রথম রাতে চার বার ধর্ষণ করেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ছাত্রীটি।

জানা গেছে, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে কলেজ ছাত্রী রিতা খাতুন ধর্ষণের অভিযোগে একই গ্রামের কামরুজ্জামান খোকনকে প্রধান ও বাহাগুন্দা গ্রামের রফিজুল ইসলাম ওরফে লাল মিয়াকে ২ নং আসামী করে ২০১৭ সালের ২২ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। যার নং জি আর ৩৩৫/১৭, বাহাগুন্দা গ্রামের জসির উদ্দীনের মেয়ে ডালিয়া নাসরিন বাদী হয়ে রফিজুল ইসলাম ওরফে লাল মিয়াকে ১ নং ও তার চাচা কালামকে ২ নং আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯৫/১৬ ইং। নারী নির্যাতন দমণ আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪) (খ) ৩০ ধারা। একই গ্রামের আবেদ আলীরর ছেলে নুর ইসলাম বাদী হয়ে ছিনতাইয়ের অভিযোগে ২০০৮ সালে লাল মিয়াকে ১ নং আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং ০৭, তারিখ ১৪/০৪/২০০৮ ইং, ধারা ৩৪১/৩২৩/৩৭৯/দন্ডবিধি। একই ব্যাক্তি ২০১৬ সালে লাল মিয়াকে ২ নং আসামী করে একই ধারায় আরেকটি মামলা দায়ের করেন। যার নং ২৭. তারিখ ৩০/০৫/১৬ ইং। এসব মামলাগুলো বিচারাধীন রয়েছে বলে সূত্রটি জানিয়েছেন।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, এ মামলার সহযোগী কাকলী খাতুনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ বাকী আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

মেহেরপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক

মেহেরপুরের খন্দকারপাড়ায় জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের...

জমি বিক্রির টাকার জন্যই সুন্দরীকে হত্যা করে ঘাতকরা

জমি বিক্রির আড়াই লাখ টাকা আত্মসাৎ এবং পারিবারিক কলহের জেরেই পরিচ্ছন্নতা কর্মী সুন্দরী খাতুনকে...

মেহেরপুরে এক পরিবারের সবাই করোনায় আক্রান্ত

মেহেরপুরে নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে এ...