মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজার ব্রীজ থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই মেজবাহর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার মড়কা ব্রীজ এলাকায় অভিযান চালায়।
পুলিশ ব্রীজ থেকে মাদক বেঁচাকেনার সময় ৫ কেজি গাঁজাসহ খাসমহল গ্রামের কলিমউদ্দিনের ছেলে আফসারুলকে আটক করে।এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়।